ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘ছেলেবেলার সঙ্গে এখনকার ঈদের বিস্তর ফারাক’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০২:৫৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এই বিশেষ দিনকে কেন্দ্র করে সবাই করছেন নানা পরিকল্পনা। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কাজের ব্যস্ততায় ঈদ নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই তার। 

বিজ্ঞাপন

আরটিভির সঙ্গে আলাপ হলে তিনি বলেন, ঈদ ঢাকাতেই করছি। তবে বিশেষ কোনো পরিকল্পনা নেই। বরাবারের মতোই কাটবে। বাসাতেই থাকবো, একটা সময় ঘুমাবো। এরপর উঠে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হবো।

বিজ্ঞাপন

শৈশবের ঈদের স্মৃতিচারণ করে এই অভিনেতা বলেন, ছেলেবেলার সঙ্গে এখনকার ঈদের বিস্তর ফারাক। কারণ, ছেলেবেলার সবকিছুই সুন্দর। তখন মাথার ভেতর কোনো দায়িত্ব থাকতো না, টেনশন থাকতো না। 

প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে আরটিভি ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে মোশাররফ করিম অভিনীত একাধিক নাটক প্রচারিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |